শায়েখ উদ্দিন সোহান
রাতের কালোয় সন্ধি বিষাদ
আস্তাকুঁড়ে মন খারাপ
কাগুজে শহর বিষন্নতায়
জাপটে থাকে বিশদ ছাপ
জনতার মাঝে নির্জনতায়
আঁতকে ওঠে সাঁঝবাতি
ব্যস্তবাগীশ নিয়ন শহর
খাঁ খাঁ করে দিন রাতি
কোন তানে কে একলা কাঁদে
কোন ভুলে সে একলা রাত!
কার ভরসায় রাত্রি জেগে,
জমকালো হয় অশ্রুপাত?
৩ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
go ahead
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন