উল্কার মত খসে পড়ে প্যালেস্তারা,পুরনো দেয়াল থেকে।
ডাইরিতে রাখা গোলাপ ক্রমেই শুকিয়ে ওঠে
লেখা থেকে এখন আহতের গোঙানী শোনা যায়
কলম আজ পাহাড়ের মত মৌন,
হুলুদ রঙের বিকেল, পথিকের চোখে উদাসীনতা
ঠোঁটের খাঁজে কথা আটকে যায় ,অপ্রগলভ এক বিজ্ঞাপন
ওড়ে কেবল রাজনীতি র ধ্বজা,জলের মতো ভেসে আসা স্লোগান ।
প্রতিশ্রুতি আদতে রক্ষা কবচ , ভেদ করা যায় চক্রবূহ
সাদা রঙের মিথ্যেগুলো সত্যি হল আজ,
অস্ত্র হাতে আজ আবার দাঁড়িয়েছে,নেশায় বুদ সমাজ।
একটি মন্তব্য পোস্ট করুন