বিচ্ছেদের সিরিজ
১.
১.
বিদিশাই নেমে এল কত সন্ধ্যা, হলো কত সকাল
তবুও এক নিমেষের বাজুবন্ধ আওয়াজ
থামিয়ে দিয়েছে আজও একযুগ আকাশ নীরবতা।
২.
যেভাবে এক বিশুদ্ধ অনুশোচনা হয়ে থাকে
ঠিক সেই ভাবেই সীমান্ত থেকে কাঁটাতার ছিঁড়ে এসে লাগে
৩.
চোখ থেকে কয়েক দন্ডের পার্থক্য খসে পড়া মানে
সম্পাদ্য সমাধানের বিপর্যয় !
আমি নিজে গলন না দহন তা ঠিক বুঝিনি
বুঝি শুধু আগুনের মধ্যেই জেগে আছি এক বুক।
৪.
অভিমান ভুলে গেলে ঠিক প্রেম মানায় না।
অসহায়তারও একটা নিজস্ব অভিমান আছে, এটাও ঠিক প্রেমের মতোই
কিন্তু এই অভিমান ভাঙানোর কোনো প্রেমিক প্রেমিকা নেই...
একটি মন্তব্য পোস্ট করুন