পুরনো প্রস্তর খণ্ডের ফাঁকফোঁকর খুজে যতটুকু ঋণ পায়। তা মাসোহারি খাতায় রাধাকেন্দ্রিক পণ্যদ্রব্যে ভরে উঠে আমাদের ভাঙ্গা দ্বিতল বাড়ি।তারপর কুয়াশার নৈশব্দে মিশে থাকা গভীর তারারা । গুড় জলে ভেজা দুপুরে ঝরে যায় অন্ধকারে।এসব অন্ধকারে স্কুলফেরত পরিশ্রমী বালিকার স্থির খাতায় রচিত হয়। করপুটে রক্ত সেবনকারী অক্ষর।
সম্ভাব্য রাত্রিযাপনের ভবিষ্যত।
💙💙
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন