মনচিঠি
সমস্ত মন খারাপের নীলরঙ এক করে
চিঠি লেখি তোমার নামে, ফিরে আসে চিঠি;
ঠিকানা ভুলে যাবার অযুহাতে-
আমারই চিরায়ত বেদনার্ত হৃদয়ে।
হারিয়ে যাবো
হারিয়ে যাবো, হারিয়ে যাবো- বলতে বলতেই
হারিয়ে যাবো, একদিন! তারপর- অন্য একদিন
তুইও হারিয়ে যাবি অন্য বুকে, অন্য কোনো পুরুষে।
না জানে আড়াল
যারে রাখি গো নিশুতি রাতের মোনাজাতে,
ভরা রাত্তির থাকে সে অজস্রের আঁখিপাতে।
একটি মন্তব্য পোস্ট করুন