ময়ূখ হালদার এর কবিতা | মিহিন্দা




নতুন সত্যযুগ


দাউ দাউ আগুন
তীব্র দহনজ্বালায় জ্বলছে কলিমাটি
ধানখেতের ফাটল বেয়ে গভীরে ঢুকছি
এক বালতি জলের সন্ধানে

সমুদ্র হাসছে মরীচিকার মতো
ভালোবাসার শিকলগুলো ঝুলে আছে দেওয়ালে
শুকনো চামচিকি
অন্ধকারে জল ছোঁয়াছুঁয়ি খেলা
সাতটা সমুদ্র আর কয়েকটা অদৃশ্য সুড়ঙ্গ পার হতে পারলেই অনন্ত সবুজ
সারাদেহে জোনাকি মেখে উড়ে চলেছি অমোঘ টানে

আঘাতে আঘাতে ছিঁড়ে গেছে ডানা
নিদারুণ রক্ত
তবুও ছুটছি মরিয়া
ক্লান্ত মনটাকে টেনে হিঁচড়ে এগিয়ে যাচ্ছি
অমৃতকুম্ভের দিকে
মাটির ওপর রেখে এসেছি হাড়ের পোশাক
সূর্য ডুবছে
এক বুক রাত্রি সাঁতরে তুলে আনবো ভোর
নতুন সত্যযুগ।



স্রোত


ভালোবাসার খোঁজে ঘুরতে ঘুরতে 
ক্লান্ত নদীটা ঘুমিয়ে পড়েছে 
ডিঙিয়ে যাওয়ার আগে একটু দাঁড়াও 
ডাকো তাকে স্পর্শ করো 
প্রেমে অপ্রেমে 
শালীন অশালীনের বেড়া ভেঙে 

চিংড়ির রক্তে মিশে যাক লাল আবেদন 
মরুভূমিতে ছড়িয়ে আছে আমাদের কুঁড়েঘর 
ছায়াহীন সময়ের নিচ দিয়ে ঠেলে দাও জল
ওপরে দাঁড়িয়ে থাকুক ব্যবহৃত কাঁটাতার
ক্ষমতার অন্ধ চৌকিদার
হাত ধরো  
এসো ফল্গু হই।



অনাথ
 

ভালোবাসার চিতাভস্ম নিয়ে দাঁড়িয়ে আছি 
একবুক জলে
তিনফসলা জমিতে রক্তের চাষ 
চুল্লি থেকে নির্গত ধোঁয়া ধোঁয়া আর্তনাদ 
আমি তৃতীয়বার অনাথ হলাম 
অথচ সেই আমাকেই প্রশ্ন করছো 
যন্ত্রণা কাকে বলে 
ওপরে তাকাও
দ্যাখো 
নীল ক্যানভাসে খটখট করছে আঁচড়ের দাগ 
কালশিটে 

গনগনে আঁচ 
চায়ের জল বসিয়েছি কেটলিতে 
প্রজাপতির রঙের মতো ফিকে হয়ে আসছে 
সুগন্ধি সময় 
অন্ধকারে একা একা হেঁটে চলেছে ধূসর গ্রহ
আর আমরা তার অশরীরী আত্মা
হাজার বছরের শ্যাওলা ধরা আয়নায় মুখস্থ করছি 
নানারঙের দিনগুলো।



লড়াই



শীতের দুপুর ছাদ 
শতরঞ্জ কা খেল কমলালেবু 
আমাদের বাড়িগুলোর কোনও ভিত নেই
ছিলও না কোনোদিন 

আদুরে রোদ 
নরম আঙুলে লেগে থাকা জল
লাইনে দাঁড়িয়ে ভরে নিচ্ছি বালতিতে
আঠারো বছর বয়স ফুরিয়ে যায় দ্রুত
একবাটি কর্পূর যেমন 
সিনেমার মতো 

রাতের আকাশ কেটে সূর্য দেখা
চোরাগোপ্তা পিঠেপুলি
ব্ল্যাক আউটের নিচে ভিজে ঠোঁট
আর নিধিরাম সর্দার 
শূন্য কলসির ভেতর আমাদের লড়াই।



খড়্গ 


ভাঙা নদীর মহাকাব্য লিখতে নেমে ওরা ঘুমিয়ে পড়েছে রাস্তায়  

আমি অসম্পূর্ণ ঊর্মিমালার শরীরে ডুব দিয়ে উঠে আসি ঘরে 
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে 
নিজের খুনে প্রবৃত্তির গলা টিপে ধরি

রক্তে ভেসে যাচ্ছে আভিজাত্য  
অবিশ্বাসী হাত দুটোকে তুলে রাখি দেরাজে 
এমনই মৃত্যুভয় আমার 

কোনও এক আবছা নারীমূর্তির কোলে মাথা রেখে আমি ঘুমাবার চেষ্টা করি আর চোখ বন্ধ করে দেখি একটা প্রকাণ্ড খড়্গ নেমে আসছে নিচে।

Post a Comment

নবীনতর পূর্বতন