অর্ধচন্দ্রিমাও অন্ধকার বাড়ায়
আধখানা চাঁদ সাময়িক বিলীন হওয়ার পথে
ম্রিয়মান জোছনার আলো-আঁধারিতে কালো গাছগুলো নীরব দর্শক
উজ্জ্বল তারাগুলোও ধূসর জগতে
পাশেই চলমান জীবনের রাস্তায়
এগিয়ে চলছে মানুষের আনাগোনা
ল্যাম্পপোস্টের আলো বেশ ঝলকানো
ক্ষণে ক্ষণে জাগিয়ে দিচ্ছে চিপাগলির অনতিদূর
যন্ত্রচিৎকার কর্মতৎপরতায় হোঁচট খায়
রাত বাড়ে, অর্ধচন্দ্রিমাও অন্ধকার বাড়ায়
হিসেবের খাতাগুলো ডিলিট হয় স্বপ্নবিভোরে
খেয়ালি মন এগিয়ে চলে
পূর্ণচাঁদের দিকে।
একটি মন্তব্য পোস্ট করুন