১.
প্রতীক্ষা
না, আমাদের পুকুরঘাটে কোনোদিন
বাঘ এসে জল খেয়ে ঢেকুর তোলেনি।
এমনকি কুকুরগুলো আমাদের ঢিলের তা
সাহস করেনি আজো উঠোনে বেড়াতে।
বুটিদার হরিণ শাবক নেই সারাটা ত
গরুগুলো ভাঙেনি ক্ষেতের বেড়া খা
গাছগুলো কেটে কেটে যে দিবসে দা
গ্রাম শব্দটিকে ভুলে যেতে যেতে
পৌরসভা গঠন করেছি সবে মিলে—
জোনাক পোকার দল আমাদের ছেড়ে চলে
তবু মা আমার বলেছিল, দেখিস একদি
সবকিছু পাল্টে পাল্টে যাবে,
বাঘে ও গরুতে মিলে জল খাবে আমা
আবার পাখির কলকাকলিতে ভরবে ভূ
সেদিনের প্রতীক্ষায় চেরাগী পাহা
একটি ইটের স্তম্ভ ধরে বসে আছি চা
বদর পীরের নামে যদি নামে সেই রহ
সেই বিদ্যা যদি দিতো বাবা শাহ মি
তাহলে ঘুড়ির পাল্টি মানুষ উড়তো
কতো পাখি বৃক্ষশাখে নেচে নেচে শো
হরিণ শাবক কতো চাঁদরাতে মেতে উঠ
বাঘেদের সাথে জীবন বাজির দৌড় প্
মায়ের ভবিষ্য বাণী নিশ্চয় ফলবে
চেরাগীর বাতি ধরে জেগে আছি চারশ
পূর্বাহ্ল ১:৩২
৩০ এপ্রিল ২০২০
২.
ভোরবেলা
ভোরবেলা হাঁটার অভ্যাস যতো বুড়া
সূর্যকে জলের মত্ত জোয়ার থেকেই
কেউ কেউ বলে ওরা সূর্যটাকে
টানতে টানতে তুলে আনে ভোরে।
তারপর, তারপর তারা খুব ক্লান্ত
হাঁপাত হাঁপাতে ওরা ডাব খেতে যা
ডাবের জলের পরে ওদের লেয়াই খা
কেউ কেউ অনেক অনেক গল্প করে হা
তাদের মধ্যের কেউ একদিন আর সূর্
তখন দু:খের গল্প কিছু হয়, তবে
বয়স বাড়লে সব লোক ভুলোমনা হয়ে
আবার নতুন সূর্য তারা টেনে তোলে
আর ডাবজল পান করতে করতে
দূরে থাকা কিংবা না থাকা বাচ্চা
অনেক অনেক গল্প সত্যি করে বলে যা
পূর্বাহ্ণ ২:০৩
২৬ এপ্রিল ২০২০
৩.
শামুক খোঁজেন, শামুক!
শামুক খোঁজেন, শামুক!
তাতে কী আর
মুখটা বুঝি বন্ধ রাখার
জো রেখেছে যোচ্চোর আর দুর্মুখ!
শামুক খোঁজেন শামুক।
গতি যে তার শম্বুক অতি
বুঝাই যায় না মতি গতি
সে যার মাথায় ইচ্ছে বাসা বাঁধু
তবুও লোকে তীব্র খোঁজে শামুক
পাগল ডাকে পাড়ার লোকে
মূর্চ্ছাও যায় কেউ তো শোকে
তার ফাঁকেও ফন্দি ফাঁদে কামুক।
শামুক খোঁজেন? শামুক?
বুকের ভেতর গুটিশুটি
প্রেমেও তার এন্টেনাটি
এমনভাবে মারে যেন চাবুক!
শামুক খোঁজেন! শামুক!
আড্ডারু আর মাতালেরা
ঘর ফিরেছে সাত বেহারা
দু:খে তবু দীর্ণ যতো মধ্যবিত্ত
শামুক যতো আমজনতা শামুক
এর দেয়ালে ওর চোয়ালে
অভাব কিংবা খামখেয়ালে
ত্রাণের ডালে দানের চালে উন্মুখ
সব হারামী ঢুকলো ঘরে, কী সুখ!
ক্ষণে ক্ষণে বাদাম চিবায়
খবর শুনে করে হায় হায়
বলে, ভেজে আনতো দু’টো শামুক!
সকাল ১০টা
১৮ এপ্রিল ২০২০
জিল্লুর রহমানের কবিতা ভালো লাগল। নতুন লাগল
উত্তরমুছুনখুব ভালো লাগলো কবিতাগুলো।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন