সম্ভববিশ্বাস, বিশ্বাস — ভেবে আঁকড়ে ধরি
হাতের মুঠোয় নালিঘাস...
অদৃশ্য শক্তি, এই বন্ধন —
ছন্দের দাসানুদাস ৷
দুরূহ ইশারা, ভুরু —
কৃষ্ণপক্ষ, রাত...
এত কি সহজ বক্ষ, সখ্য আর পক্ষপাত ?
বিশ্বাস, বিশ্বাস — ভেবে আঁকড়ে ধরি
হাতের মুঠোয় নালিঘাস...
জানি না সম্ভব — দেখি, স্বপ্নে উড়ে যায়
বালিহাঁস ৷
একটি মন্তব্য পোস্ট করুন