নাগরিকা
এই সব দিনে রাতে, কানেরা বিশ্বাসঘাতক হোয়ে যায়।
খাবার কিনতে বেরিয়ে, আমি সিনেমা হলে জ্বালাই জয়েন্ট।
মাদকের এবং মাংসের নিষিদ্ধ সেন্ট মেরে বুঝে ফেলি পৃথিবীর সমস্ত কিছু।
"মাতৃজঠর থেকে চিতা ওব্দি হেঁটে যাবার পরেও জীবনের প্রত্যাশী
আমি হাঁটতুম-হাঁটব-হেঁটে যাবো আমি হাঁটতুম"
জেমসজয়েস আর ফালগুনী রায়কে আমার একি মানুষ বোলে মোনে হয়।
ফালগুনী রায় আর কায়েস মাহমুদকেও আমার একি মানুষ মোনে হয়।
নাগরিকার উন্নত শরীর দেখে আমার পুজো করার ইচ্ছে হয়।
থালাবাটি নিয়ে আমি বোসে পড়ি চল্লিশার খাওনে।
ঢাকা আমার খুব প্রিয় শহর
সাভার জাহাঙ্গীরনগর আমার ভালো লাগে না
নগর বিহীন জীবন আমার ভালো লাগে না
কিন্তু শহরকে আমি ঘেন্না করি
ঢাকা শুনেছি কখনোই শহর হোয়ে ওঠে নি
তোমাদের ওয়ার্ম পার্টি আর নগ্ন ছবি তোলার ঢাকা ফুরিয়ে যাচ্ছে যাক
ক্ষুদার্থ ঢাকার দুঃখে আমি হেটে বেড়াই আরমানি টোলা ফিরিঙ্গি বাজার কোলকাতা
ঢাকা আমার খুব প্রিয় শহর
এখানেই শিখেছি কোবতে করার মানে টিএসসিতে বোসে আঁতলামো চোদানো
দু' লাইন বোদলেয়ার আর দু' টাকার ডার্বি নিজের নামে ছাপিয়ে বসে পড়েছিলাম আড্ডায়
আমি তখন অনেক বড়ো কোবি ছিলাম
প্রচন্ড হাত্মারা শেষে ক্লান্ত হয়ে পড়ে থাকা,
কিংবা কেবলমাত্র নারী সঙ্গের জন্য যৌতনা অর্থহীন বোলে মনে হয়।
কলা কিংবা যৌনতায় শিল্প ছাড়া আর সমস্ত কিছুই অর্থহীন।
কোবিতা লিখছি বোলে আমি ওসবের ধার ধারি না।
ইদানীং সন্ধ্যাবেলা গাঁজা খাবার পর পিংক ফ্লয়েড শুনি।
আমার সমস্ত জীবন কেটে যাচ্ছে এক সামাজিক শিশ্নে,
প্রস্রাব শেষে ঝাঁকি দেওয়ার মতোই স্বাভাবিক যেন।
আমি ভেবেছি আমি ভেবেছি ওভাবে আমি চোলতে পারবো না,
সবাই যেভাবে শিশ্ন ঝাঁকায় আমি সেভাবে ঝাঁকাই না।
আমার জীবন সেভাবে কাটবে না, আমি তোমাদের মতো চলতে পারবো না।
নাগরিকার উন্নত শরীর দেখে আমার পুজো করার ইচ্ছে হয়।
নাগরিকার উন্নত শরীর দেখে ইদানীং আমার ভিষোণ পেচ্ছাপ পায়।
একটি মন্তব্য পোস্ট করুন