কিছু কথা একান্তই গোলাপের
ভাঙা পদ্ধতি,
ঝরে যায় অসংখ্য তাজা প্রাণ ।
রাষ্ট্রের শোকসভা,
কারো কারো প্রতিবাদ ।
ব্যস,
দায় ঢাকে নতুন ইস্যুতে।
রূপকথার গল্প শুনে আমরা ঘুমাতে যাই,
খেলনা পিস্তুলে হয় বিমান ছিনতাই ।
তবু,চেপে যান,সুখী হন সূত্র মেনে
চিঠির যুগে ফিরে প্রেমের কবিতা লিখুন অজান্তে,
নতুবা সিম কোম্পানির ডাকতির মধ্যেও
ফোনালাপ চালান
- যা কিছু একান্তই গোলাপের!
একটি মন্তব্য পোস্ট করুন