নন-পলিটিক্যাল ক্ষুধাতত্ত্ব
খাদ্যতত্ত্বে ভেজাল মিশিয়ে বাজারে ছাড়লেন
আমরা নন-ক্যাপিটালিস্ট পোলারা গন্ধ শুকেই
বুঝতে পারলাম এর চেয়ে মাধ্যমিক নেশাতত্ত্ব ভালো।
আপনার ডমেস্টিক শুয়ারগুলোর আদিম বুদ্ধিতে
উত্তরাধুনিক হবার চেষ্টা চলছে
অদৃশ্য প্যান অপটিকনের নিচে নিজেদের
বাক্যপাতের উপর বীর্যপাত করছে অসভ্য নিয়মে।
কৃষকেরা জানে বীর্যে কখনো শস্য ফলেনি
এ ব্যাপারে আমরা কিছু বলবো না, কারণ
বিদ্যালয়ে বীর্যতত্ত্বের কোনো ক্লাস ছিল না।
ওখানে গণিতের সাথে বিনীত হবার প্র্যাকটিস চলতো।
তাই তো আমরা নন-ক্যাপিটালিস্ট পোলারা বিনয়ে বলি—
পোড়া ভাতের থালা আপনার যোনি দরোজা নয় যে,
স্পর্শ পেলেই যৌনস্মৃতি উপভোগ করবেন।
প্রতিকল্পিত ঈশ্বরী, আমরা অশ্লীলতা পছন্দ করি না
আমরা সুন্দর করে 'দাদা' ডাকতে শিখেছি। কথা দিন
আগামী ইলেকশনে ক্ষুধাতত্ত্ব আমদানি করবেন।
সাম্প্রতিক :
বাণিজ্যিক বায়ু ও শব্দদূষণ
যা ঘটে যা ঘটায়
শুধু কি তাহাদের বর্জিত নিকোটিন আর
কলের ধোঁয়ায় বিষাক্ত অ্যাটমোস্ফিয়ার?
তুমুল-সাকারা-তূর্যধ্বনি (!) থেমে গেলে
আমিও মাতাল হঠাৎ চোখ খুলে দেখি—
প্রাচীরবন্দি হানিফার মতো আমাকেও
ঘিরে ফেলছে একঝাঁক মরা জোনাকি।
গণ বিভ্রান্তি
মাথার উপর একটি বৈদ্যুতিক পাখা ঘুরছে
এবং অতিমাত্রায়—
মাথার ভেতর একটি বৈদ্যুতিক পাখা ঘুরছে
নগরনামা : ফ্রম দ্য ফাইনাল চ্যাপ্টার
ঘুমন্ত রাত
নাচার্যের ঘুম নেই
এক পেয়ালা আব-ই-কওসরের জন্য আমার উপাসনা
আস্তে পা ফেলছি
এই নগরের আলহামরা সড়কে
আলেয়ার নিষিদ্ধ আলিঙ্গন চলছে
দ্রষ্টব্য ব্যাধিতে ভুগছে আসমান জমিন
ইথারে ইথারে অনাকাঙ্ক্ষিত কালচারাল গন্ধ
কি একটা ঐন্দ্রজালিক কেমিক্যালের নেশায়
সাম্প্রতিক মাজুজগুলোর ইস্তিগফার ব্যর্থ হয়ে যায়
কেমিক্যাল, তুমি ইন্তিকাল করো
নয়তো ইমিটেশন করো আমাকে
তুমি ও তোমার দেশ
শুধুই— একটি পুরুষদন্ড তুমি
ডুবে আছো অচল এক যোনির ভেতর
সৌন্দর্যের গাঢ় অন্ধকারে।
মার্জিনের শব্দাবলি— ১
পরিহার্য কেউ শরীরে মেখে আসে আতর
মাথা খুঁড়ে তুলে নেয় খণিজ পাথর
মার্জিনের শব্দাবলি— ২
জীবন কাটে
জীবন হাটে
জীবন রাশি রাশি জলধরশ্রাম
একটি মন্তব্য পোস্ট করুন