পোস্টমাস্টারের শার্টের রঙ ছিল
হারানো জুতোর
১
এবং চিনে নিতে পারলে, কেউ কেউ পথ হয়ে যায়। পেরিয়ে গেলে, শুধু নামটাই পড়ে থাকে। কুড়িয়ে নেয়ার অজুহাতে কলতলায় আধধোয়া কাপড়ে সারাবেলা বেজে ওঠে শরীর। শরীর থেকে মন অব্দি পৌঁছানোর পথটা— তোমার চোখ। কেউ আমার কথা জানতে চাইলে, তুমি তার দিকে একবার তাকিও।
এদিকে, তোমার কথা মনে পড়লে—
এখনও হারানো জুতোর ভিতর ফেলে আসি আমার সমস্ত চেনা পথ!
২
পোস্টমাস্টারের শার্টের ভিতর, কেউ অসাবধানে
খুলে দেখে— মানুষ মূলত ডাকঘর!
৩
মানুষ একটা ঘরে— যেখানে আরও অনেক মানুষ থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন