দলছুট এক শক্ত খুরের ঘোড়া
আজন্মকাল ছুটছে লাগামহীন
প্রণয়দ্বিধার অব্যক্ত বিস্তৃতি—
লোভের অসুখ পোড়ায় রাত্রিদিন।
শতাব্দীর এক আদিম শিলালিপি
আত্মবিলীন দ্রোহের গল্প জানে
কয়েকজোড়া পেশির লড়াই আজও
তোমার—আমার জগৎ বিনির্মানে।
স্বৈরাচারী শাসক হলেন নিজে
দরদ সবার ডেমোক্রেটিক দলে
হঠাৎ শোকে সবাই বিয়োগ হবে,
নগর ছেড়ে নিখুঁত—সুকৌশলে!
ক্লান্তি জয়ের স্বপ্ন দ্যাখে—ঘোড়া
পাহাড় সমান বোঝার দহন ভুলে
পাখির ভাষায় পরিযায়ী দম্পতি
তুলে নেয় সুখ নিজেদের মাস্তুলে।
একটি মন্তব্য পোস্ট করুন