নদীর কথা
টিফিনবক্স খুলে যাচ্ছে হাওয়ায়। নির্জনে নদীরা আসে। জোছনাময় ও রতিপুষ্ঠ সোহাগী আদরেরা রূপোলের খোঁজে। লেগে থাকা তুরতা জিপসীময় পাহাড়িয়া নাবালিকা। নরম আহ্লাদ জড়ায়। গানবোনা পরজাপতি উড়ে যায়।
ঘুম পাখির গানে নদীরা পাতাদের ফাঁকে জামার হাতায় গলে যায়। তাঁবুর কিশোরী পূবের জানালায় উঁকি আঁকে। কাঁথার ওমে কবিতা ছুঁয়ে থাকে।
হাইঘুম তুলছে ভোর। উবু হয়ে আসা ময়াল জড়িয়ে যাওয়া শষ্যবীজ। রতি ও অক্ষর লুকোনো খাম ভরে নিচ্ছে। কোটরে কাঠ্ঠোকরা।
কুমারী বুকে দুধ না হওয়া গন্ধটা। টুং খসা খয়েরী বোঁটায় উপহার খোলে নদীরা। নরমে ডোবানো শোনপাপড়িময় মেঘেরা সমস্ত রঙ খুলে রাখছে...
রোদেলার খেলা ডুবন্ত নদীর ভেতর। শীতাতুর চাঁদ নামা মদিরতায় ভেসে যাওয়া শুধু...
একটি মন্তব্য পোস্ট করুন