একটা রাস্তার মোড় হলেই, আলো
জ্বালানো যায়,
তরমুজের মত, দুফাঁক আলো-
ঝড়ের পর, দূরে দূরে ভদ্রবাড়ির
জানলায় আলো কাঁপে, একদিন,
দুদিন, তারপরই সাদা আলো
ঠেলে ওঠে ভাদ্রের কালো
খাতায় ,
বয়:সন্ধীটা, যেন খুব কাছে লাগে
যেন নিমের বেদীতে ঘুমোচ্ছে,
চাঁদা তুলে মদ, মদসাহিত্যের
সন্ধেগুলো, তিনরাস্তা ভুলে যাওয়া
গ্যাসলাইট জ্বলা ভোর ...
একজন প্রান্তিক মুষ্টিযোদ্ধা, প্রায়ান্ধকার মাঠের ভেতর দড়ি লাফাচ্ছে বনবন্ কাটছে বাতাস
দু পাঁচটা বছর, মনে পড়ে খুব,
স্টেশন রোডের অন্ধকারে সাদা, বাদামী পালক ওড়ে সারারাত।।
একটি মন্তব্য পোস্ট করুন