ওয়াহিদার হোসেন এর কবিতা | মিহিন্দা




পিপাসা


জলের বোতল ভেসে যায় পিপাসাও

এভাবে অনেকদিন দেখা হয় না
চিঠিপত্র ভেসে গেলে

আমরা ভোর আনতে গিয়ে নোঙর খুলেছি।





মহামারী


মহামারী আর ক্ষুধা পেরোচ্ছি
আমরা

রাতে রাতে চাঁদ আর অস্ত্র চালান হচ্ছে

ইশ্বর মুখ ফিরিয়ে আছেন
আর আমি পাগলের মতো তোমাকে খুঁজছি
এই দুঃসময়



1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন