প্রেমের মিনার
হৃদয়ের নীল নদে তুমি
এক গুচ্ছ জলজ পুষ্প
আগামীর তামান্নায়,
নব জীবনের নির্মানাধীন স্বপ্নসৌদ।
মনের আকাশে তুমি
উদ্বীপ্ত দিনোপতি,
আবেগের অন্তরালে লুকিয়ে রাখা ঝিনুকের মত একখন্ড মুক্তা দানা।
বুকের পিঞ্জিরায় বড় করে তোলা প্রনয়ের ময়না,
হিয়ার উপত্যোকায় তিল তিল করে গড়ে তোলা প্রেমের মিনার।
একটি মন্তব্য পোস্ট করুন