অভিলাষ
ঈশ্বর কে একদা এক উঠতি তরুণী
তাঁর স্তনযুগল দেখিয়ে বলে
আপনি কি বিব্রত বোধ করছেন
নাকি বিরক্ত!
প্রশ্নহীন রাতটা প্রশ্নবিদ্ধ!
জুঁই ফুলের গন্ধ নিয়ে
ঈশ্বর ছুটে,কোন কথা না বলে।
মাথায় পেরেক ঠুকার অনুভূব
নিয়ে মধ্যরাত পর্যন্ত ঘুরে
সুবেহ সাদিকে এসে সম্বিত ফিরে।
জুঁইয়ের গন্ধ আর আসছে না
বিকিনি টা মেঝেতে পড়ে আছে।
বলিকৃত পশুর শরীর থেকে
হিমঘাম ঝরে।
একটি মন্তব্য পোস্ট করুন