I QUIT
শব্দগুলো বেয়াদবি করে নিচে নামতে নামতে ক্যামন নোংরা হয়ে গ্যাছে___
বেড়ে উঠছে সুজনভাজনেষু শরীর
শরীরের মার্জিনজুড়ে কবিতার ভার্জিন লিথোগ্রাফ, এরাও
আজ এমনকি কাল রাফ খাতা নিয়ে বাথরুমে ঢোকে,
মনের ক্ষত রিফু করা হয় সাওয়ার জলে,আর
ঝুপ করে নেমে আসা স্বাদ ও সুগন্ধেভরা ফরাসি বিপ্লবী ঠোঁট এবং আরো কতো বেদরদি একাকিত্ব I QUIT বলে ঝুলিয়ে রাখা হবে গিঁট বেঁধে____
তবুও জীবনের ডাটাবেসে বৃষ্টি, খনিজপনা, গতর বেয়ে চরচর করে ওঠা লাম্পট্যের টাওয়াল লেপ্টে অলিখিত চরিত্রের আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখা থাকছে পুরাতন বর্ণমালার শেষ অক্ষরটি___
একটি মন্তব্য পোস্ট করুন