আত্মহত্যার প্রথম কদম ফুল
১.
আঙুলের বিশিষ্ট অতিথি হবে
শেষ আরামের ঘুম
যেন ম্যাজিকের ছাপ
কথা ছিল মিলনের হলদে
স্পর্শের কাছেই রাখা শ্বাসের প্রলাপ
তুমি দেখো আরও
আমাদের কাঠ শিরা
দেখা হোক, চুল্লির আগুনে ধোঁয়া ঘেরা
২.
ফুলের বাতিতে ওঠে আলোর ঝলক
পুতুলনাচের মতো ভেসেছে পলক
যদিও নদীর কাছে
পচা মাংসেরাই পোকাদের
বাহক হয়েই আসে রক্তহীন শব
এখনও শিরার হাসি
বৃষ্টির বুকেই ঝরে দূরে...
৩.
দাঁড়কাক হাসে তোমার জন্মের কাছে
একদিন জানে খুব
নিশ্চিত অসাড়
রেখে গেছে
ঝুলনের রাত
আরও কিছু স্ফীত হাড়...
আমাদের ঝুলে থাকা ভালো ওই লাশে!
প্রথম কদম যেন বাদল ঝরাবে...
একটি মন্তব্য পোস্ট করুন