যাবার সময় মানুষটা ভীষণ একলা ছিল
ছেড়ে যাবো বললেই তো যাওয়া যায় না ৷
অসংখ্য চিন্তার ভিড়ে নিজের সাথে
নিজের দূরত্ব তৈরী হয় ৷
যেখানে ছিলে বরং সেখানেই থাকো,
এক কথা বারবার শুনতে শুনতে
পচে গেছে দুটো কান ৷
এখন দূর্গন্ধ বের হয়
তারপরেও নিজের জায়গায় থাকা হল না ৷
মানুষটা শেষ পর্যন্ত ভালোবাসতে চেয়েছিল,
দু'হাতের উত্তাপে বাসি রুটি চেপে ধরে
গোগ্রাসে গিলতে চেয়েছিল জীবনের স্বাদ ৷
এখন যাবার সময় সেইসবই ভেসে
উঠছে চোখের সামনে ৷
যাবার সময় চোখের জল ফেলতে নেই ৷
إرسال تعليق