সুইসাইডাল
বিষণ্ন ফুলের ঘ্রাণেই এখন
মরে যায় প্রজাপতি,
ছেলেমি সমাজে বিধ্বস্ত ছেলে
গুণে যায় দুর্গতি।
পাতার ফাঁকে ছিঁড়ে যাওয়া রোদও
যতটা ভাবে একা,
সে ছেলে একা আরও, ছেড়েছে যারে
'কসম কাটা' ন্যাকা।
ভেঙে যায় ধর্মের বাঁধ, সময়
সুইসাইডাল
হাসিখুশি ছেলে আজ, সিলিঙে তবু
ঝুলে যাবে কাল।
একটি মন্তব্য পোস্ট করুন