বিশ্বস্ত সাপ!চূড়ান্ত কৃষ্ণ চূড়া-
বিশ্বস্ত সাপ!
সাপ কী বিশ্বস্ত হয়?ডোরাকাটা বুদ্ধি,নীল ভেনামে মৃত্যুর ঝুঁকি নেই।এইটা ভাইবেন না।
যৌবন এক চূড়ান্ত কৃষ্ণচূড়া।
মোরগফুলের মতোই ধাঁধানো সৌন্দর্যের রঙে মাতে সময়,
সাদা পদ্মের মতো ধূ-ধূ শ্বেতঘোড়া বিশ্বাসী হাত হাতড়ায়।
ডাল ভরে ফোটে হলুদ ম্যাকানিজম।কিছু কারণও চোখ রাঙিয়ে চলে যায়।কপিকলে ঝোলে পৃথিবী ও চম্পক পাহাড়।
যান্ত্রিকভাবে আগে ও পরে কন্ঠ নিংড়ে বেরিয়ে আসে মানুষের নৈশব্দ।একটা আত্মহত্যার দায় স্বীকাররের চাতুর্যে নিজেকে তখন বড়ই বেবুদ্ধিমান মনে হয়।
একটি মন্তব্য পোস্ট করুন