দেবালয় থেকে পম্পেই,
দূরত্ব ঘুচে গেছে।
মুহুর্মুহু বাজ পড়ছে,
অদুরেই জ্বলছে ভিসুভিয়াস।
এরই মাঝে জুপিটার প্রস্তুতি সারছেন।
প্রস্তুতি চলছে একটি অক্ষরপত্র দাহ করার,
কিউপিডের আত্মহননের অক্ষরপত্র।
প্রতিটি অক্ষর রক্তাক্ত এখানে,
যেন প্রতিনিয়ত হৃদপিন্ডে ফাউন্টেন পেন বিধিয়ে কালির যোগান দিয়েছে।
এখানে কারো প্রতি কোন অভিযোগ নেই।
প্রতিটি শব্দে আছে একটি করে স্বপ্ন।
ভিসুভিয়াস থেকে সবচেয়ে উত্তপ্ত আগুন এনে দিলো জেফাইরাস।
দ্বিধান্বিত জুপিটার পোড়াচ্ছেন অক্ষরপত্র।
তিনি নিশ্চিত নন আত্মহনন নাকি সদ্য প্রেমে পড়া প্রেমপত্র এটি!
তিনি কি পাপ পোড়াচ্ছেন নাকি হৃদয় পোড়াচ্ছেন
সিদ্ধান্তে উপনীত হবার আগেই ছাই হয়ে উড়ে গেলো সবগুলো অক্ষর ৷
এখন ওরা তারা হয়ে জ্বলে অন্ধকার রাত্রিতে।
যে নারী ভালোবেসে তারা খসায় সে হয়ে উঠে সাইকী।
কিউপিড আবারো পত্র লিখে,
ভিসুভিয়াস যে নিভে না !
একটি মন্তব্য পোস্ট করুন