বৃন্দাবনের ডাক
শাহবাগের গল্প বাঁধাইখানায় যাবে
বাঁশি বাজে বরফসম্পর্কে
মোড়ক উন্মোচনের
শিল্পরাত্রির পথিক ভরদুপুরে অন্যকথা বলে
মানববন্ধন বেঁধে রাখে কম্পনের খুঁটি
ক্রোধজটলা উকি দেয় বৃন্দাবনের ডাকে
বিষাদ পৃথিবী রুপান্তরে হয় এলার্মঘড়ি
বাস্তবতায় ঢেকে যায় জীবনপ্রদর্শন
কাতরাচ্ছে জীবনজননী ভেঙ্গে দিতে দেয়াল
হোঁচট খেয়ে ফিরে পেতে চাই সুখপাখি
সাঁতারে আঠারো হলো না অথচ সহসাই চুম্বনে দিল পাড়ি।
إرسال تعليق